উপাধ্যক্ষ মহোদয়ের বানী

গারো পাহাড়ের পাদদেশের ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজের সবুজ চত্বরে সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ১৯৬৯ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কলেজটি যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের যথাযথ মেধা বিকাশের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে আনন্দিত হবে যে, কলেজ কর্তৃপক্ষ তোমাদের লেখাপড়ার উন্নত পরিবেশ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা এক ঝাঁক বিসিএস শিক্ষক-কর্মকর্তা অবিরত প্রচেষ্টারত আছি। শতো প্রতিকূলতা মোকাবেলা করে আমরা তোমাদের ভবিষ্যত মঙ্গলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে,তোমাদের সাধনাকে শাণিত করতে আমাদের সহযোগিতা ও আন্তরিকতাকে তোমাদের পাথেয় হিসাবে অঙ্গীকার করো। আমাদের অভিভাকত্ব হোক তোমাদের উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি।

উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে জ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ করে দেশের অগ্রযাত্রায় শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করি ।