অধ্যক্ষ মহোদয়ের বানী

দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য দরকার সুশিক্ষিত জনগোষ্ঠী। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও জাতীয় উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। নৈতিকতাসম্পন্ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আধুনিক বিজ্ঞানমনস্ক, সত্যিকার মানুষ হিসেবে গড়ার জন্য প্রয়োজন সুশিক্ষা। আর এই সুশিক্ষা ও জ্ঞান নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতে অবহেলিত ও পিছিয়ে থাকা জনপদের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিস্তারে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজ, শেরপুর ১৯৬৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই আলোকবর্তিকাস্বরূপ স্বমহিমায় ভাস্বর হয়ে আছে।

জুলাই, ২০২৪ এ ফ্যাসিস্ট জান্তা বিরোধী আন্দোলনে এই কলেজের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ অনবদ্য ভূমিকা পালন করেছেন। আন্দোলনে অংশ নিয়ে শহিদ হয়েছে এই কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী মো. সবুজ মিয়া ৷

কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্টে পাঠদান, মানসম্মত বিজ্ঞানাগার, ডিজিটাল ল্যাব ও আধুনিক লাইব্রেরি পাঠদানে ব্যবহৃত হচ্ছে। রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই কলেজ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, নিষ্ঠাবান, শৃংখলাবোধ সম্পন্ন, পরিশ্রমী, সহমর্মিতা এবং মানবিক গুণাবলি সমৃদ্ধ সুশিক্ষিত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা রাখছে ।