শ্রীবরদী সরকারি কলেজ শেরপুর জেলার একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৯ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৭০ সালের ১ জানুয়ারি সরকারি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শ্রীবরদী ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
বর্তমানে কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার এবং সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে কলেজটি শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
EIIN: 113973
অবস্থান: শ্রীবরদী, শেরপুর, ময়মনসিংহ বিভাগ
প্রতিষ্ঠানের পটভূমি
১৯৬০-এর দশকে শ্রীবরদী উপজেলার মানুষের উচ্চশিক্ষার সুযোগ ছিল সীমিত। শিক্ষার্থীদেরকে দূরবর্তী শহরে গিয়ে পড়াশোনা করতে হতো, যা অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেকের জন্য কষ্টকর ছিল। এ অবস্থায় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সমাজের বিশিষ্টজনদের উদ্যোগে ১৯৬৯ সালের ১ জুলাই শ্রীবরদী কলেজের যাত্রা শুরু হয়। অল্প সময়ে এটি শিক্ষার্থীদের আস্থা অর্জন করে এবং ১৯৭০ সালের ১ জানুয়ারি সরকারি স্বীকৃতি পায়।
আমাদের ভিশন (Vision)
একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তুলে শিক্ষার্থীদেরকে বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা।
আমাদের মিশন (Mission)
1. মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদান নিশ্চিত করা।
2. শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
3. বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি করা।
4. সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশ করা।
মূলমন্ত্র (Motto)
“শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতা” — এই তিনটি স্তম্ভকে ধারণ করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
প্রধান মূল্যবোধ (Core Values)
সততা: একাডেমিক ও ব্যক্তিগত জীবনে নৈতিকতা বজায় রাখা।
উৎকর্ষতা: সর্বোচ্চ মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের প্রচেষ্টা।
সমাজসেবা: শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়।
সহযোগিতা: শিক্ষক-শিক্ষার্থী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও সহমর্মিতা।
উদ্ভাবন: বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সম্ভাবনার সন্ধান।